মেয়েদের পোষাক সেল করে মাসিক আয় করুন ৬০ হাজার টাকা

Image: ShopUp
শপআপ-এর মাধ্যমে মেয়েদের পোষাক সেল করে খুব সহজেই ৬০,০০০টাকা আয় করতে পারবেন। ৪৫০টি মেয়েদের থ্রি-পিস থেকে  ৬০,০০০ টাকা আয় করুন। কিভাবে করবেন, তা চলুন জেনে নেইঃ
১।  নিজের অনলাইন শপ কে দিন প্রোফেশনাল লুক
আপনার ব্যবসার ফেসবুক পেজ  আপনার অনলাইন শপ। প্রতিদিন শপআপ রিসেলার অ্যাপ থেকে কালেকশন দেখে প্রোডাক্টের ছবি ডাউনলোড করবেন এবং সাথে প্রোডাক্টের বিবরণ কপি করে নিবেন। 

আপনি প্রতিদিন অত্যন্ত ৫টি পোস্ট দিবেন। সরাসরি অ্যাপ থেকে শেয়ার অপশনের মাধ্যমে আপনি প্রোডাক্টের পোস্ট শেয়ার করতে পারেন। আপনার যদি এই সময় কোন ফেসবুক অ্যাড চলতে থাকে দেখবেন, আপনার পেজের অন্য প্রোডাক্টও সেল হচ্ছে। তাই সময় মতো পোস্ট করাটা অনেক জরুরি।

এই পর্যায়ে এসে আপনার অন্য পেজ থেকে কিছু জিনিষ অতিরিক্ত করা লাগবে। আপনার পেজের সেল এবং ব্রান্ড ভ্যালু বাড়ানোর নিচের জিনিষগুলো খুবই কাজে আসবেঃ

সাপ্তাহিক কনটেস্ট

আপনার ফেসবুক পেজে প্রতি সপ্তাহে একটি প্রতিযোগিতার আয়োজন করবেন। এটি হতে পারে আপনার প্রোডাক্ট সম্পর্কিত কোন কুইজ কনটেস্ট অথবা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট অর্ডারের ওপর কোন গিফট্‌। আপনি এই ক্ষেত্রে শপআপের প্লাটফর্ম থেকে ছোট কিছু একটি গিফট কিনে আপনার পেজের বিজয়ীকে দিবেন। এইসব এনগেজমেন্ট কনটেস্টের মাধ্যমে অনেক অর্গানিক ফলোয়ার এবং পোস্টে অনেক রিচ পাবেন।

ফেসবুক লাইভ

বর্তমানে মেয়েদের প্রোডাক্ট সেল করার অন্যতম মাধ্যম ফেসবুক লাইভ। সেল বাড়ানোর জন্য সপ্তাহে অন্তত ২বার আপনার পেজ-এ লাইভে এসে প্রোডাক্ট ডিসপ্লে করা জরুরি। প্রোডাক্টের বিভিন্ন দিক, কয়টি সাইজ ও কালার আপনার কাছে আছে, দাম কতো, কিভাবে কাস্টমাররা অর্ডার করতে পারবে ইত্যাদি তথ্য বিস্তারিত তুলে ধরুন। আপনার যদি লাইভ স্টুডিয়ো সেটআপের দরকার হয় তাহলে আপনি শপআপের লাইভের স্টুডিয়োতে এসে লাইভ করতে পারেন। আমাদের লাইভ স্টুডিয়ো অ্যাড্রেসঃ Niketan, Flat 2B, House 48, Road 8, Block D, Dhaka 1208 

সেলেব্রেটি এন্ডোর্সমেন্ট

মেয়েদের ড্রেসের সেল বাড়ানোর জন্য ফেসবুকে জনপ্রিয় ব্যাক্তিত্যদের দিয়ে প্রোডাক্টের মার্কেটিং করা  বর্তমানে অনেক কার্যকরী। Instragram অথবা Facebook Influencer-দের দিয়ে মাসে একবার  আপনার সবচেয়ে সুন্দর অথবা বেশি যে প্রোডাক্টটি স্টকে আছে সেইটার মার্কেটিং করান। আপনার প্রোডাক্ট তার ভালো লেগেছে এরকম কিছু কথা ও আপনার ব্যবসার নাম লিখে তিনি তার প্রোফাইলে পোস্ট করলে তার ফলোয়াররা আপনার ড্রেস কিনতে আগ্রহী হবে।

২। ফেসবুক বুস্ট

আপনি কি জানেন আপনার পেজে যে পোস্টটা দেন তা ফেসবুক আপনার পেজের মাত্র ১০-১৫% ফলোয়ারকে দেখাবে। তাই বেশি মানুষের কাছে পৌছাতে আপনার লাগবে ফেসবুক বুস্টের সহযোগিতা।

এই পর্যায়ে এসে মাসিক ৩৫,০০০ টাকা বাজেট রাখতে হবে শুধুমাত্র বুস্টের জন্য। কিন্তু আপনি একেবারে এই টাকাটা খরচ করবেন না। এখন আপনার প্রতি পোস্টে বাজেট বাড়াতে হবে। আপনি ২৩টি পোস্টের জন্য ১,৫০০টাকা অথবা ১৮টি পোস্টের জন্য ২,০০০টাকা করে বাজেট রাখতে পারেন। প্রতি সপ্তাহে আপনি ৫-৬টি অ্যাড রান করে দেখতে পারেন।

একটি জিনিষ মনে রাখবেন, আপনার বিজনেসের জন্য মেসেঞ্জার অ্যাড সবচেয়ে ভালো কাজ করবে। ফেসবুক শুধু তাদেরকে অ্যাড দেখাবে যারা আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী।

আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি খুব সহজে শপআপ থেকে বিকাশ পেমেন্টের মাধ্যমে বুস্ট করতে পারবেন।  

৩৫,০০০ টাকার বুস্ট করলে আপনি মাসে আনুমানিক ৬৬০,০০০টাকার সেল করতে পাবেন। হিসাব করলে প্রতিদিন ১৬টা অর্ডার পাবেন।

৩।  স্টক ও ইনভেস্টমেন্ট

কাস্টমারদের চাহিদা অনুযায়ী সময়মতো প্রোডাক্ট দিতে আপনাকে অন্তত ৪০% প্রোডাক্ট আগে থেকে স্টক করে রাখা লাগবে, অর্থাৎ ২৫০,০০০টাকার প্রোডাক্ট আপনার কাছেই রাখা লাগবে। স্টক করার জন্য আপনার ঘরের একটি  সুবিধাজনক জায়গা, বাড়ির চিলেকোঠা অথবা স্টোররুম নির্বাচন করুন যেখানে আপনার প্রোডাক্ট ড্যামেজ হওয়ার কোন সম্ভাবনা নেই।

হিসাব করলে এই পর্যায়ে স্টক এবং বুস্ট করার জন্য অতিরিক্ত ২০০,০০০টাকা দরকার হতে পারে। তাই আপনি শপআপ থেকে খুব সহজেই লোন নিতে পারেন। শপআপ ই-লোন অ্যাপের মাধ্যমে আপনি ফোন থেকেই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 

৪। কাস্টমার ম্যানেজমেন্ট

বুস্ট করলেই আপনি পাবেন অনেকগুলো মেসেজ এবং সেইগুলো ঠিক মতো উত্তর দিতে হবে। প্রতি ৫০০টাকায় আপনি আনুমানিক ২০টির উপর মেসেজ পাবেন। এই মেসেজগুলো থেকেই আপনার সেল বের করে আনতে হবে। প্রতিদিন সম্ভাব্য কাস্টমারের সাথে কথা বলে অন্তত ১৬টি করে প্রোডাক্ট সেল করলেই কিন্তু আপনি একমাসে ৬০,০০০ টাকা আয় করতে পারবেন।

যেহেতু আপনার ব্যবসা বড় হচ্ছে, সমস্ত কাজ ব্যবস্থাপনা আপনার একার পক্ষে কঠিন হয়ে যাবে। অ্যাড বাজেট অনুযায়ী আপনার এই পর্যায়ে ১৫০টা মেসেজ আসবে। আপনি এই পর্যায়ে আপনার জন্য একা মেসেজের উত্তর দেয়া এবং অর্ডার প্লেস করা অনেক কঠিন হয়ে যাবে। ব্যবসার সুবিধার জন্য একজন কর্মচারী নিয়োগ করা জরুরী। আজ এ পর্যন্তই। 

আশা করি ভালো থাকবেন এবং মনে রাখবেন তথ্য মিয়া কে। 

তথ্য মিয়া -  তথ্য এখন পকেটে পকেটে

Post a Comment

0 Comments