Sales Tips by Tottho Mia |
আমরা প্রত্যেকেই জীবনে কমবেশী একবার হলেও এই প্রশ্নটির মুখোমুখি হয়েছি। প্রতিদিন ১৮০ টি দেশের ৬৫০ কোটি মানুষের মাঝে কম করে হলেও ১০ কোটি মানুষ এই প্রশ্নটির উত্তর জানতে চায়। যারা এই প্রশ্নটির উত্তর জেনে যায় তারা সাফল্য পেয়ে যায়, আর যারা এই ছোট্ট প্রশ্নটির সমাধান করতে পারে না তারা সারা জীবন ধরে শুধু কাজই করে যায়।
কি করলে সেলস বাড়বে?
এমনি ৫ টি টিপস থাকবে আমাদের আজকের লেখাটি তে। আশা করি এই লেখাটি পড়ার পর জিবনে সেলস সাফল্যের পথটি আপনার কাছেও ধরা দেবে নতুন করে। তাই এখন থেকে আগামী ৫ টি মিনিট খুব মোনোযোগ সহকারে পড়ুন।
১. সঠিক পরিকল্পনা করুনঃ
একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে, "Planing is Half-done of a work." তার মানে, পরিকল্পনাই কাজের অর্ধেক। তাই কাজের শুরুতেই কাজের পরিকল্পনায় গুরুত্ব দিন। কি কি করবেন, কীভাবে করবেন, পরিকল্পনা বাস্তবায়নে কি কি দরকার, পরিকল্পনা অনুযায়ী সঠিক কর্মলিপি তৈরি কীভাবে করবেন ইত্যাদি কাজের আগেই ঠিক করে রাখুন এটি আপনার কাজের প্রতি আপনাকে অনেক সাহস যোগাবে, যা আপনার লক্ষ্য বাস্তবায়নে আপনাকে এগিয়ে রাখবে সবার চাইতে ১ ধাপ উপরে।
২. লক্ষ্যমাত্রা ভাগ করে খন্ড খন্ড করে নিনঃ
মাসিক বা বাৎসরিক লক্ষ্যমাত্রা না প্রনোয়ন করে দিনভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। দেখুন কাজটা কতই না সহজ মনে হয়। ধরুন আপনার মাসিক লক্ষমাত্রা ৩ লক্ষ টাকা, কিন্তু এটাকে ২৫ দিনে ভাগ করুন দেখুন দিনে মাত্র ১২ হাজার টাকা লাগে। আরেকটু সহজে বলি, ১২ হাজারকে দিনের ৮ ঘন্টায় ভাগ করুন, দেখুন মাত্র ১৫০০ টাকা লাগে। তার মানে ঘন্টায় যদি মাত্র ৫ টি কাস্টমারও আপনি সঠিকভাবে ডিল করেন, তাহলে প্রতি কাস্টমার প্রতি দাঁড়ায় মাত্র ৩০০ টাকা। যা একজন সাধারণ বিক্রয় কর্মীর জন্যেও সহজবোধ্য। তাই লক্ষ্যমাত্রাকে সর্বদা খন্ড খন্ড করে বুঝিয়ে দিন।
৩. ভবিষ্যৎ সমস্যা-সমূহ আগাম খুঁজে বের করে সমাধানের পথ তৈরি করে রাখুনঃ
আসছে ঈদুল ফিতর ১৫-২০ দিন পরেই। রোযার কারনে এই কয়েকদিন ফুড সেক্টরের বিজনেস একটু কমই হচ্ছে স্বাভাবিকভাবে। কিন্তু ঠিক ঈদের শেষ ৭ দিনেই সেলস হওয়া সম্ভব দ্বীগুন থেকে তিনগুন। এখন আপনি এটা জানলেন না বা এ ব্যাপারে কোন আগাম পদক্ষেপ নিলেন না। ফলস্রুতিতে আপনি মার্কেটিং পেশায় ভবিষ্যৎ সমস্যা সমূহ খোজাঁর কাজটি খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই কাজটির জন্যই অনেকেই ক্যারিয়ার দৌড়ে পিছিয়ে যায়। তাই এর প্রতি বিশেষ নজর দিন।
৪. দিনের কাজ দিনে শেষ করুনঃ
সফলরা কখনই দিনের কাজ ফেলে রাখে না। তাই সাফল্য পেতে আপনিও দিনের কাজ দিনে শেষ করে রাখুন, লক্ষ্যমাত্রা পূরন এতে অনেক সহজ হয়ে যাবে। যেমন, আপনি যদি দৈনিক মাত্র ৫০০ টাকা করে পিছিয়ে যান, তাহলে মাস শেষে ১২৫০০ টাকার জন্য আপনার লক্ষ্যমাত্রা অপূর্ণ থাকবে। ঠিক উল্টোভাবে খেয়াল করলেই দেখা যায়, ৫০০টাকা করে বেশী করে রাখলে শেষের দিনগুলো রিল্যাক্স থাকা যায়।
৫. প্রতিদিন একটু বাড়তি কাজ করে রাখুনঃ
আমার এক কলিকের মতে, "প্রতিদিন আপনি ১ পা করে এগিয়ে থাকলে বছর শেষে আপনি অনায়াসে সবার চাইতে ৩৬৫ কদম এগিয়ে থাকবেন।" ধরি, আপনি শুধু সবার চাইতে প্রতিদিন ৩০০ টাকার ২ টি কাস্টামার ডিল করলে তা আপনাকে ৬০০*২৫= ১৫০০০ হাজার টাকা এগিয়ে রাখবে। এবং এই ছোট্ট হিসাবটিই বছর শেষে আপনাকে ১৮০,০০০ হাজার টাকা এগিয়ে রাখবে নিঃসন্দেহে।
আশা করি সকলেই আমার পোষ্টের মূল বক্তব্য বুঝতে পেরেছেন।
বিঃ দ্রঃ যেকোন বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকলে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের উৎসাহকে চৌগুন ক্ষমতা দান করবে। সকলকে ধন্যবাদ লেখাটি ধৈর্য ধরে পড়ার জন্য।
আর হ্যা, যে কেউ চাইলে আমাদের সেলস মার্কেটিং বিভাগের জন্য লেখা পাঠাতে পারেন। আপনাদের লেখা আপনাদের নামেই ছাপা হবে।
[লেখা পাঠানোর ঠিকানাঃ
Email: totthomia@gmail.com
FB Page: facebook.com/totthomia]
9 Comments
AMI ONEK KOSTO KOR C BUT TEMON KUNO FOL PAITE C NA BISNE VALO BUT TAKA JOMA TE PAC C NA DOKANE ONEK MAL 15-16 LAK TAKA HOBE AKON AMI KI KOR TE PARI HELP PLS
ReplyDeleteচিন্তিত হওয়ার কিচ্ছু নেই। শুধুমাত্র পরিকল্পনা করুন এবং সে অনুযায়ী কাজ করুন। আরো জানতে- totthomia@gmail.com
DeletePublication a job kori ki vabe teachers convey korbo
ReplyDeleteপার্সোনাল রিলেশন, কাজ পরবর্তী সার্ভিস এবং সৎ ভাবে তার সাথে মিশে যান। এবং তার প্রফিট করার পথ তাকে দেখান, দেখবেন হয়ে গেছে।
ReplyDeleteআরো জানতে-
totthomia@gmail.com এ মেইল করুন।
Thnx sir.
ReplyDeleteVery nice.
Thank you Si.
ReplyDeleteI am very lucky.
Bcz Your writing is very importan.
Thank you sir.
mane mane Thank bro
ReplyDeleteজুয়েলারী শোরুমে মহিলা সেলেসমান কে কাস্টমার কি রকম দেখতে পছন্দ করেন? আচার -আচরণ,ব্যবহার,পোশাক। সব কিছু মিলিয়ে।।
ReplyDeleteভাই প্লাস্টিকের পাইপ এ কি কি রকম সেলস অফার দয়া যেতে পারে?
ReplyDelete