আমার সেলস জগতের এক গুরু বলেছেন, আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে না পারেন, তবে আপনার জন্য সবচেয়ে সেরা পেশা হবে সেলস। কারন এই পেশায় পড়াশোনা ততটা ব্যাপার নয়। আপনি বেচা বিক্রিতে কতটা পারদর্শী সেটাই মূলত বিবেচ্য।
সেলস কি বা সেলস কাকে বলে?
সেলস হচ্ছে ২ টি ব্যাক্তি বা পক্ষের মধ্যে বিনিময় যেখানে ক্রেতা দেখা বা অদেখা পন্য বা সেবা অথবা টাকার বিনিময়ে সম্পদ গ্রহন করে।
যেমন-
১. আমি ৫০,০০০ টাকার বিনিময়ে সিমিকে বিবাহ করলাম।
২. আমি রাফাতের জন্মদিনে খাওয়ার বিনিময়ে ১৫০০ টাকা দিলাম।
ধুর ভাই, এইটা কি সেলস নাকি? কি আবোল তাবোল বলেন।
ঠিক বলেছেন, এটা বিক্রয় না। তাহলে চলুন, বিক্রয়ের আসল সংগাটা জেনে আসি।
সহজ কথায়, মুনাফার উদ্দ্যেশ্যে দুই পক্ষের মধ্যে পন্য বা সেবার যাবতীয় আদান-প্রদানকেই সেলস বলা হয়।
তার মানে আমরা যেই তিনটি মূল শর্ত পেলাম তা হলোঃ
১. দুইটি পক্ষ
২. পন্য বা সেবার আদান প্রদান
৩. মুনাফার উদ্দ্যেশ্য
তার মানে ,এবার আমরা জানলাম সেলস কি ও এর ৩ টি মূল শর্ত। আশা করি তোমাদের লেখাটি ভালো লেগেছে। আজ বিস্তারিত লিখতে পারলাম না। কোন একদিন আরো বিস্তারিত লিখে পোষ্ট করার আগ্রহ প্রকাশ করছি ততক্ষন পর্যন্ত ভালো থেক, সুস্থ থেক আর মনে রেখ তথ্য মিয়া কে।
তথ্য মিয়া- তথ্য এখন পকেটে পকেটে
আর যে কেউ চাইলে লিখা পাঠাতে পারো।
লিখা পাঠানোর ঠিকানাঃ
Email: totthomia@gmail.com
Fb Page: facebook.com/totthomia
সেলস কি বা সেলস কাকে বলে?
সেলস হচ্ছে ২ টি ব্যাক্তি বা পক্ষের মধ্যে বিনিময় যেখানে ক্রেতা দেখা বা অদেখা পন্য বা সেবা অথবা টাকার বিনিময়ে সম্পদ গ্রহন করে।
যেমন-
১. আমি ৫০,০০০ টাকার বিনিময়ে সিমিকে বিবাহ করলাম।
২. আমি রাফাতের জন্মদিনে খাওয়ার বিনিময়ে ১৫০০ টাকা দিলাম।
ধুর ভাই, এইটা কি সেলস নাকি? কি আবোল তাবোল বলেন।
ঠিক বলেছেন, এটা বিক্রয় না। তাহলে চলুন, বিক্রয়ের আসল সংগাটা জেনে আসি।
সহজ কথায়, মুনাফার উদ্দ্যেশ্যে দুই পক্ষের মধ্যে পন্য বা সেবার যাবতীয় আদান-প্রদানকেই সেলস বলা হয়।
তার মানে আমরা যেই তিনটি মূল শর্ত পেলাম তা হলোঃ
১. দুইটি পক্ষ
২. পন্য বা সেবার আদান প্রদান
৩. মুনাফার উদ্দ্যেশ্য
তার মানে ,এবার আমরা জানলাম সেলস কি ও এর ৩ টি মূল শর্ত। আশা করি তোমাদের লেখাটি ভালো লেগেছে। আজ বিস্তারিত লিখতে পারলাম না। কোন একদিন আরো বিস্তারিত লিখে পোষ্ট করার আগ্রহ প্রকাশ করছি ততক্ষন পর্যন্ত ভালো থেক, সুস্থ থেক আর মনে রেখ তথ্য মিয়া কে।
তথ্য মিয়া- তথ্য এখন পকেটে পকেটে
আর যে কেউ চাইলে লিখা পাঠাতে পারো।
লিখা পাঠানোর ঠিকানাঃ
Email: totthomia@gmail.com
Fb Page: facebook.com/totthomia
1 Comments
This comment has been removed by the author.
ReplyDelete