![]() |
RGB and CMYK Colour |
RGB হচ্ছে আমরা মৌলিক রঙ। যেই রঙ দিয়ে বাকি আর সব রঙ তৈরি করা হয়। RGB সংক্ষিপ্ত রূপ হচ্ছে R=RED, G=GREEN ও B=BLUE. আমাদের চোখ ও সাধারণত এই তিনটি রঙের মাধ্যমেই বাকি সব রঙ কে দেখতে পায়।
RGB দিয়ে মোট ৭৬৫ টি রঙ বানানো যায়। এর মধ্যে R=255, G=255 ও B=255 টি রঙ বা Colour তৈরি করা যায়।
এবার আমরা দেখবো CMYK কাকে বলে?
CMYK ও মৌলিক রঙ দিয়ে গঠিত। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে C=CYAN (Light Red), M=MRGENDA (Light Green), Y=YELLOW ও K=Key Colour(Black). CMYK কালার ব্যাবহার করে সাধারণত প্রফেশনাল কাজগুলো করা হয়। এবং এই CMYK ছাড়া আপনি প্রফেশনাল প্রিন্টিং করতে পারবেন না।
RGB ও CMYK এ মধ্যে পার্থক্য কি?
যদি আমরা শুধু কালারগুলো দেখতে চাই তাহলে RGBই যথেষ্ট। তবে প্রফেশনাল প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাইলে অবশ্যই আপনাকে হয় CMYK কালার ব্যাবহার করতে হবে, নচেৎ আপনাকে RGB কালার গুলোকে CMYK তে কনভার্ট করে নিতে হবে। না হলে আপনি আপনার চাওয়া কালার গুলো পাবেন না।
0 Comments