সার্চ ইঞ্জিন হচ্ছে একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা বিভিন্নধরনের তথ্য খুঁজে থাকি। সার্চ (ইংরেজিতে Search) মানে কোন কিছু খোঁজ করা।
এদের মধ্যে অনেকেই সার্চ ইঞ্জিন দিয়েই জয় করে ফেলেছে পুরো বিশ্বকে। গুগলের মতো জায়ান্ট কোম্পানিগুলো সার্চ ইঞ্জিন দিয়েই তাদের ব্যবসায় কে আজ এই পর্যন্ত টেনে এনেছে।
তো চলুন আজ জেনে নেই ২০১৯ সালের জানুয়ারী মাসের ডাটা অনুযায়ী সেরা ১০ সার্চ ইঞ্জিন নিয়ে।
![]() |
Webcrawler |
১০. ওয়েবক্রলার (Webcrawler):
এই ওয়েবসাইট টিতে প্রতি মাসে ২ কোটি ৫০ লক্ষ লোক সার্চ ইঞ্জিন সেবা গ্রহন করে। এটিই বিশ্বের ১ম সার্চ ইঞ্জিন যা আজও টিকে আছে। এখন এটি শুধুমাত্র মেটা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয়।
Alexa Rank এ এর অবস্থানঃ ২৬০৯ (মে, ২০১৯)
![]() |
Yandex |
৯. ইয়ানডেক্স (Yandex):
এই ওয়েবসাইট টিতে প্রতি মাসে ৩ কোটি লোক সার্চ ইঞ্জিন সেবা গ্রহন করে। রাশিয়ার ৬৫% লোকাল সার্চ ইঞ্জিন মার্কেটের শেয়ার নিয়ে এটি রাশিয়ার সেরা সার্চ ইঞ্জিন। এছাড়াও এর জনপ্রিয়তা রয়েছে ইউক্রেন, কাজাখস্থান, তুর্কি ও বেলারুশে।
Alexa Rank এ এর অবস্থানঃ ২১২০
(Alexa Rank কি?
উত্তরঃ বলে নেয়া ভালো Alexa Rank হচ্ছে অনলাইন একটি র্যাংকিং যা আমাদের ওয়েবসাইট ট্রাফিক সোর্সের হিসেব করে আমাদের র্যাংকিং সেবা দেয়। এর মাধ্যমেই জানা যায়, কোন ওয়েবসাইট কত নম্বর পজিশনে।)
৮. ওয়ালফ্রামআলফা (WolframAlfa):
এই ওয়েবসাইট টিতে প্রতি মাসে ৩ কোটি ৫০ লক্ষ লোক সার্চ ইঞ্জিন সেবা গ্রহন করে।
Alexa Rank এ এর অবস্থানঃ ৩৯৬২ (মে,২০১৯)
![]() |
DuckDuckGo |
৭. ডাকডাকগো (DuckDuckGo):
এই ওয়েবসাইট টিতে প্রতি মাসে ১৫ কোটি লোক সার্চ ইঞ্জিন সেবা গ্রহন করে।
Alexa Rank এ এর অবস্থানঃ ৫০৫
![]() |
Aol |
৬. আওল সার্চ (Aol Search):
এই ওয়েবসাইট টিতে প্রতি মাসে ২০ কোটি লোক সার্চ ইঞ্জিন সেবা গ্রহন করে।
Alexa Rank এ এর অবস্থানঃ ২৭৬
![]() |
Ask |
৫. আস্ক (Ask):
এই ওয়েবসাইট টিতে প্রতি মাসে ৩০ কোটি লোক সার্চ ইঞ্জিন সেবা গ্রহন করে। এই ওয়েবসাইট টির জনপ্রিয়তার মূলে রয়েছে এর একটি সেবা যা "Smart Answer" নামে পরিচিত। এছাড়াও এদের নিজস্ব এলগারিদম দ্বারা সার্চকৃত বস্তুর জনপ্রিয় সার্চটি তুলে ধরে।
Alexa Rank এ এর অবস্থানঃ ১১০
![]() |
Baidu |
৪. বাইদু (Baidu):
এই ওয়েবসাইট টিতে প্রতি মাসে ৪৮ কোটি লোক সার্চ ইঞ্জিন সেবা গ্রহন করে। এই ওয়েব সেবাটি চিনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।
Alexa Rank এ এর অবস্থানঃ ৪
![]() |
Yahoo! |
৩. ইয়াহু! সার্চ (Yahoo! Search):
এই ওয়েবসাইট টিতে প্রতি মাসে ৪৯ কোটি ব্যাক্তি সার্চ ইঞ্জিন সেবা গ্রহন করে। এই ইয়াহু! এক সময় বিশ্বসেরা সার্চ ইঞ্জিন ছিল। তবে তাদের কিছু ভূল সিদ্ধান্ত তাদের আজ এই পরিনতির জন্য দায়ী। এটি বিং (Bing) এর একটি শাখা কোম্পানি।
Alexa Rank এ এর অবস্থানঃ ৫৬
![]() |
Bing |
২. বিং (Bing):
এই ওয়েবসাইট টিতে প্রতি মাসে ৫০ কোটি লোক সার্চ ইঞ্জিন সেবা গ্রহন করে।
Alexa Rank এ এর অবস্থানঃ ৪০
![]() |
১. গুগল (Google):
এই ওয়েবসাইট টিতে প্রতি মাসে ১৮০ কোটি ইউনিক ব্যাক্তি সেবা গ্রহন করে।
Alexa Rank এ এর অবস্থানঃ ১
এবারে চলুন এক নজরে আবারো দেখে নেই।
১. Google (গুগল)
২. Bing (বিং)
৩. Yahoo! (ইয়াহু!)
৪. Baidu (বাইদু)
৫. Ask (আস্ক)
৬. Aol (আওল)
৭. DuckDuckGo (ডাকডাক গো)
৮. Wolfram Alfa(ওয়ালফ্রাম আলফা)
৯. Yandex (ইয়ানডেক্স)
১০. Webcrawler (ওয়েবক্রলার)
তো আশা করি সকলে তথ্য গুলো ভালোভাবে বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে সরাসরি মেসেজ করুন বা ইমেইল করুন totthomia@gmailgmail.com এ।
ধন্যবাদ সকলকে
0 Comments