ঘূর্ণিঝড়ে সাবধান |
ঘূর্ণিঝড় চলাকালীন সময় যা যা করবেন নাঃ
আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় "ফণী"। এই সময় আমাদের প্রত্যেকেরই উচিৎ সতর্কাবস্থান নেয়া। কাছাকাছি আশ্রয়স্থল কিংবা উপকূলের চাইতে অনেক দুরে অবস্থান করা। আমরা অনেকেই ঘূর্ণিঝড়ের সময় না জেনে আতঙ্কের বসে অনেক কিছুই করে বসি যা আমাদের করা উচিৎ নয়। বরং সে সময় বুদ্ধি দিয়ে তা মোকাবিলা করা চলুন জেনে নেই এমন কিছু যা ঘূর্ণিঝড় চলাকালীন করা ঠিক নয়।
১. অহেতুক ছুটাছুটি করবেন না
২. গাছের নিচে দাঁড়াবেন না
৩. মোবাইল ফোন ব্যাবহার করবেন না
৪. নদী বা সমুদ্রের কাছাকাছি থাকবেন না
৫. ভঙ্গুর বা নরবরে অবকাঠামোর পাশে দাঁড়াবেন না
৬. ঝড়ের সময় কোন নৌযানে অবস্থান করবেন না
৭. ঝড়ের সময় কোন যানবাহনে যাতায়াত করবেন না
৮. ঝড়ের সময় বৈদ্যুতিক খুটি কিংবা বৈদ্যুতিক স্থাপনার আশেপাশে অবস্থান করবেন না
তো আশা করি উপরের দিকনির্দেশনা গুলো মেনে চলে নিজের এবং প্রিয়জনদের জীবন বাচাতে সাহায্য করবেন। এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্তানুযায়ী পদক্ষেপ নেবেন।
0 Comments