SSC Result Challenge 2019 |
পুনঃনিরীক্ষণের নিয়ম: আসছে ৭ই মে হতে ১৩ই মে পর্যন্ত ২০১৯ সালের SSC ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
এক্ষেত্রে আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইলের ম্যাসেজ অপশনে যেতে হবে। RSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
নিচে আপনাদের আরো পরিষ্কার ধারণা দানের জন্য উদাহরণঃ
ধরি আপনার রোল 120262 এবং Subject বাংলা। তাহলে নিচের উদাহরণ Follow করুন। এবং পাঠিয়ে দিন ঠিক 16222 নম্বরে। ব্যাস কেল্লা ফতে!
RSC DHK 120262 101 (Send to 16221)
২ টি Subject এর জন্য নিচের উদাহরণ Follow করুনঃ
RSC DHK 120262 101,201 (and Send to 16222)
২ এর অধিক Subject এর জন্য নিচের উদাহরণ Follow করুনঃ
RSC DHK 120262 101,201,107 (and Send to 16222)
এ ক্ষেত্রে প্রতিটি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি দিতে হবে।
তবে আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে ফিরতি SMS এ আপনাকে একটি PIN নম্বর দিয়ে দেওয়া হবে। আবেদনে রাজি হলে Massage Option য়ে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN নম্বরটি লিখে স্পেস দিয়ে Contact নম্বর (অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করার জন্য যে কোন একটি Mobile নম্বর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।
যে সকল বিষয়ের ২টি পত্র (বাংলা, ইংরেজি) আছে সে সকল বিষয়ে ১টি Subject Code (বাংলার জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭) এর বিপরীতে দুটি পত্রের আবেদন বলে গণ্য হবে এবং আবেদন ফি হিসেবে ২৫০ টাকা প্রযোজ্য হবে। একই SMS এর মাধ্যমে একের অধিক Subject জন্য আবেদন করা যাবে। তবে এইজন্য Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে উপোরোক্ত উদাহরণ এর মতো করে লিখতে হবে।
[বিঃদ্রঃ যে কেউ চাইলে আমাদের পেজে লেখা পাঠাতে পারেন। কারন, দুই একজনের শ্রমে অবারিত তথ্যভান্ডার গড়ে তোলা প্রায় অসম্ভব।
লেখা পাঠাতে যোগাযোগঃ
Email: totthomia@gmail.com
FB Page: www.facebook.com/totthomia
0 Comments