![]() |
মাস্ক কিভাবে ব্যবহার করবেন |
করোনাভাইরাস ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে মাস্ক, কিন্তু তার আগে জানা চাই মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম।
আমরা মূলত যেভাবে মাস্ক ব্যবহার করছি সেটা আসলে সঠিক নিয়ম না। কারণ যেকোনো ভাইরাস যেনো না ছড়ায় মূলত সে কারণেই আমরা এই মাস্ক ব্যবহার করি।
![]() |
সার্জিক্যাল মাস্ক |
সাধারণত যে মাস্ক প্রতিনিয়ত সবাই ব্যবহার করছেন সেটি সার্জিক্যাল মাস্ক। এই মাস্ক সুস্থ আর অসুস্থতার ক্ষেত্রে ব্যবহারবিধি ভিন্ন। সার্জিক্যাল মাস্ক এর সামনে নীল আর পেছনে সাদা রঙের থাকে। সার্জিক্যাল মাস্ক একবার ব্যবহার করার পরেই ফেলে দিতে হয়।
![]() |
মাস্ক ব্যবহারের আগে হাত ধুয়ে নিতে হবে |
মাস্ক পরার আগে অ্যালকোহল বেসড হ্যান্ডওয়াশ ও সাবান দিয়ে ভালো করে হাত ও মুখ ধুয়ে নেবেন। এরপর অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার হাতে লাগিয়ে নিন। তারপর মাস্ক পরুন।
সুস্থ থাকলে শুধু দূষণ থেকে রক্ষার জন্য মাস্কটির সাদা রঙের অংশটি সামনে রেখে পরতে হবে। আর অসুস্থ হলে অর্থাৎ জ্বর, ঠাণ্ডা, কাশি হলে নীল রঙের রেয়ার দেয়া অংশটি সামনে রেখে মাস্ক পরতে হবে।
![]() |
এন ৯৫ মাস্ক |
তবে এন-৯৫ মাস্ক অতিক্ষুদ্র আকারের জীবাণু, বাতাসের ও কলকারখানার সূক্ষ ধূলিকণা ইত্যাদি প্রতিরোধে বেশ কার্যকর। এছাড়াও বাজারে এন-৯৫ এর মতো কেএন-৯৫ মাস্ক পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, দুটো মাস্কের গুণাগুণ প্রায় একইরকম। এন-৯৫ মাস্ক সর্বোচ্চ ৮ ঘন্টা ব্যবহার করা যায় এবং কেএন-৯৫ মাস্ক সর্বোচ্চ ৪ ঘন্টা ব্যবহার করা উত্তম।
0 Comments