পানির ঘূর্ণিপাক কাকে বলে?


যখন পানির স্রোত কোন কিছুতে ধাক্কা খায় এবং আকস্মিকভাবে তার গতি পরিবর্তন করতে বাধ্য হয় তখনই সেই স্রোত প্যাচ খেয়ে যায় প্যাঁচ খাওয়া পানির স্রোত আরেকটি কেন্দ্রবিন্দু তৈরি করে নেয় তারপর সেই কেন্দ্রকে ঘিরে তৈরি হয় এক ঘূর্ণিপাক অদৃশ্য শক্তির ধাক্কায় সেই পানি লাটাই এর মত  মতো ঘুরতে থাকে এটা কি বলে পানির ঘূর্ণিপাকনদী-নালা দে নৌকা চলতে গিয়ে ও নদীর বাঘ বাড়ির আশেপাশে এক ধরনের পানির ঘূর্ণি চোখে পড়ে তবে তারা কার একেবারেই ক্ষুদ্র কিন্তু প্রকাণ্ড বড়গুনী তৈরি হয় সাগরের জলে তার কোনো কোনোটা এমন বড় হয় যে তার মধ্যে সামুদ্রিক ছোট জাহাজ পুড়ে গেলেও রক্ষে নেই নির্ঘাত পালিয়ে যাবে এর সত্যিই এমন ভয়ঙ্কর হতে পারে এই পানির খনি যখন নদীর কোন পার্কে বা মোহনায় হয় তখন পাক খেয়ে পানি উঠে আসতে পারে ডাঙ্গা পর্যন্ত ভাঙ্গিয়ে নিয়ে যেতে পারে গাছপালা বাড়িঘর সব ফটো পাঠিয়ে দিবে মানে জলে আমার এই পানির খনি মাসাগ্র হতে পারে এই ঘূর্ণিপাক গুলোকেই সবচেয়ে বেশি শক্তিশালী বলা হয় যখন ছোট সাগর থেকে ছুটে এসে একটি সঙ্গে অন্যদের ঢাকা মারি তখনই পানির স্রোতের সৃষ্টি করে তখনও 12 কিলোমিটার পর্যন্ত হতে পারে ভয়ঙ্কর কেন্দ্রস্থল সেখানে জাহাজ ডুবে গেলে আর ফিরে আসার কথা ভাবতে হবেনা বারমুডা ট্রায়াঙ্গল ছেড়ে দেবে কখনো কখনো বাতাসে প্রবল ধাক্কা খেয়েও সাগরের জলে ঘূর্ণিপাকে সৃষ্টি হতে পারে সমুদ্রে যখন প্রবল ঝড় হয় নিম্নচাপের সৃষ্টি হয় নির্ঝরের যায় তখন তার প্রচন্ড ধাক্কা লাগে তৈরি হয় ঘূর্ণিপাক এইসব ঘূর্ণিপাক খুব শক্তিশালী হয় এধরনের ঘূর্ণিপাক বাতাসেও তৈরি হয় বাতাসের যে ঘূর্ণিঝড় টর্নেডো এক মহা শক্তিধর নিয়ে কিন্তু অনেক সাহিত্য তৈরি হয়ে থাকে বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক 20,000 leagues under the sea এবং এডগার অ্যালান পো এর Adescent in to the madstorm পানির ঘূর্ণিপাক ভিত্তি কল্পবিজ্ঞানের গল্প জুলভার্নের বইটি নরওয়ে উপকূলে তৈরি হওয়া একটি ভয়ঙ্কর ঘূর্ণিপাকে কথা সেখানে নায়ক তার জাহাজ নিয়ে পড়ে গিয়েছিলেন ঘূর্ণির কবলে রোমাঞ্চকর কাহিনী যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার একটি ঘূর্ণিপাক এতই শক্তিশালী যে তার ধাক্কা নায়াগ্রা নদী শক্তি বাড়িয়ে দিয়েছে কয়েকগুন এখানে নদীর পাশের একটি শক্ত পাথরের পর্বতের ধাক্কা খেয়ে পানি এমন প্রচন্ড ধাক্কা খায় যে তার ফলে সে পাক খেয়ে উঠে। 

Post a Comment

0 Comments